ময়মনসিংহে ২০ টাকার জন্য স্কুলছাত্রকে খুন
মাত্র ২০ টাকার জন্য ছুরিকাঘাতে খুন হয়েছে ফজলুল হক (১৫) নামে এক স্কুলছাত্র। শুক্রবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছায় এঘটনা ঘটে। সে মুক্তাগাছা উপজেলা সদরের রামকিশোর উচ্চ বিদ্যালয়ের (আর কে হাই স্কুল) নবম শ্রেণির ছাত্র এবং গন্ধর্বপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, গত ১৮ নবেম্বর উপজেলার সত্রাশিয়ায় সাউন্ডবক্স ভাড়া করার জন্য ফজলুল হকের কাছে ২০ টাকা চাঁদা দাবি করলে প্রতিবেশি মালতিপুর গ্রামের জজ মিয়া, তুষার, মেহেদি, তামিম ও কাজলের সাথে বাগিবিতণ্ডা হয়।
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, গত ১৮ নবেম্বর উপজেলার সত্রাশিয়ায় সাউন্ডবক্স ভাড়া করার জন্য ফজলুল হকের কাছে ২০ টাকা চাঁদা দাবি করলে প্রতিবেশি মালতিপুর গ্রামের জজ মিয়া, তুষার, মেহেদি, তামিম ও কাজলের সাথে বাগিবিতণ্ডা হয়।
No comments
Thanks For Your Comment