গ্যালাক্সি নোট ৮ বিক্রি করছে মাইক্রোসফট

সাধারণ গ্যালাক্সি নোট ৮-এর চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে মাইক্রোসফট স্টোরের ডিভাইসগুলোতে। মাইক্রোসফট-এর ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট কর্টানা, ওয়ার্ড, এক্সেল, ওয়াননোট এবং আউটলুক ইনস্টল করা থাকবে এই ডিভাইসগুলোতে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
এর পাশাপাশি গ্যালাক্সি নোট ৮-এর এই সংস্করণে মাইক্রোসফট লঞ্চারও ইনস্টল করা থাকবে।
অ্যান্ড্রয়েডবিষয়ক খবরের সাইট অ্যান্ড্রয়েড অথরিটি’র প্রতিবেদনে বলা হয়, “আগের সপ্তাহে রেজার ফোন এবং স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাসও বিক্রি শুরু করেছে মাইক্রোসফট। ডিভাইসগুলোর মূল্যও ১৫০ মার্কিন ডলার কমানো হয়েছে।”
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের সঙ্গে ৬ জিবি র‍্যাম

বিস্তারিত জানতে এখানে ক্লিককরুন

No comments

Thanks For Your Comment

Theme images by compassandcamera. Powered by Blogger.