সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় গতকাল সারা দেশে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বিভাগ, জেলা-উপজেলাসহ প্রত্যন্ত পর্যায়ে এসব কর্মসূচি পালন করা হয়।
বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—
চট্টগ্রাম : ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় চট্টগ্রামে আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছেন জেলা প্রশাসন, সাংবাদিক সংগঠন, রেলওয়ে প্রশাসন, সিটি করপোরেশনসহ সব শ্রেণির মানুষ। কর্মসূচির মধ্যে ছিল ঐতিহাসিক ভাষণের ওপর নির্মিত ডকুমেন্টারি এলইডি স্ক্রিনে সম্প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে আরও ছিল নগরীর সার্কিট হাউসসহ চট্টগ্রাম ও জেলার বিভিন্ন স্থানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মাহবুব আলম এবং রাজনৈতিক নেতাদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

বিস্তারিত জানতে এখানে ক্লিককরুন

No comments

Thanks For Your Comment

Theme images by compassandcamera. Powered by Blogger.