চরম সংকটে নতুন বীমা কোম্পানি
চরম সংকটে পড়েছে দেশের নতুন বীমা কোম্পানিগুলো। প্রতিষ্ঠানগুলোতে আয়ের চেয়ে ব্যয় বেশি। ইতিমধ্যে এসব কোম্পানির অ্যাকাউন্ট (হিসাব) নেতিবাচক হয়েছে। ফলে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে কোম্পানিগুলো। কয়েকটি কোম্পানি নামেই টিকে আছে। ভেতরে একেবারে ফাঁকা। এরপর মালিকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তো রয়েছেই।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতির আকারের তুলনায় বীমা কোম্পানির সংখ্যা বেশি। তাই নিজেদের মধ্যে তীব্র অসুস্থ প্রতিযোগিতায় মেতেছে প্রতিষ্ঠানগুলো। আইন-কানুনের তোয়াক্কা না করে মিথ্যা প্রলোভনে গ্রাহক বাড়ানোর প্রতিযোগিতাও করছে। সামগ্রিকভাবে যা বীমা খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শেষ পর্যন্ত এসব কোম্পানি টিকে থাকবে কিনা তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে। আর জনবলের অভাবে এসব কোম্পানির ওপর নজরদারি করতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)।
No comments
Thanks For Your Comment